স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ মার্চ।। পিত্রার বড়টিলা এলাকায় রাস্তা সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ সূত্রে জানা গেছে, রাস্তার সংস্কার কাজের দায়িত্বপপ্ত ঠিকাদার ধীরগতিতে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে।
রাস্তা সংস্কারের কাজ করার ফলে রাস্তা থেকে মারাত্মকভাবে ধুলো উড়ছে। তাতে রাস্তার পাশের বাড়ি ঘরের মানুষজন বাড়ি ঘরে থাকতে পারছেন না। গোটা এলাকা ধুলাময় হয়ে পড়েছে। মারাত্মকভাবে ধুলা উড়ার ফলে সর্দি-কাশি সহ এলার্জি জাতীয় মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সকল মানুষজন। এসব বিষয় নিয়ে ইতিপূর্বেও স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এমনকি তারা পথ অবরোধ করে রাস্তায় দুবেলা জল দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করেছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিংবা প্রশাসনের তরফ থেকে ধুলার মারাত্মক দূষণ থেকে রক্ষার জন্য জল দেওয়া হচ্ছে না। তাতে ক্ষুব্দ হয়ে এলাকার মানুষজন বৃহস্পতিবার দুপুর নাগাদ পথ অবরোধ করেন। অবরোধের ফলে ওই রাস্তায় সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে রাস্তায় দুবেলা জল দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন।