খাটল না উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা ম্যাজিক

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। উত্তরপ্রদেশে কাজ করল না প্রিয়াঙ্কা ম্যাজিক। আজ ভোট গণনা শুরু হতেই ক্রমশ উচ্ছ্বাস বাড়তে থাকে কর্মী সমর্থকদের মধ্যে। হোলির আগেই উত্তরপ্রদেশে অকালহোলির আবহ তৈরি হয়েছে। তবে আগের চেয়ে ভালো ফল করেছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু ধরাশায়ী হল কংগ্রেস। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ৭টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস, কিন্তু পাঁচ বছর সেই জায়গা ধরে রাখতে পারল না কংগ্রেস। খাটল না প্রিয়াঙ্কা ম্যাজিক।

“লড়কি হুঁ লড় সেক্তি হুঁ” এই স্লোগান নিয়ে উত্তরপ্রদেশের লড়াইয়ে পথে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। প্রিয়াঙ্কাকে সামনে রেখে লড়াই শুরু করে কংগ্রেসও। কিন্তু কংগ্রেসের এবারেও ভড়াডুবি। মহিলা ভোটার টানতে, কংগ্রেসের প্রার্থী তালিকাতেও ছিল চমক। প্রার্থী তালিকায় ছিল ৪০ শতাংশ মহিলা প্রার্থী। সেই তালিকায় ছিলেন উন্নাও ধর্ষণের ঘটনায় আক্রান্তের মা-ও। কিন্তু তাতেও লাভ হয়নি।

দুপুর পর্যন্ত দেখা যায়, বিজেপি জিতছে ২৫০-এর বেশি আসনে। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১১৭টি আসনে। কিন্তু কংগ্রেসের আসন সংখ্যা আটকে আছে মাত্র তিনটি থেকে চারটি আসনে। পাশাপাশি মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এগিয়ে আছে ৩টি আসনে, এ ছাড়া অন্যরা এগিয়ে আছে ২টি আসনে। বিজেপির এই উত্থানের সঙ্গে সঙ্গেই জলের মতো মিশে গিয়েছে কংগ্রেস।

খুব স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্জাবেও কার্যত ধুয়ে মুছে গিয়েছে কংগ্রেস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *