স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ মার্চ।। উদয়পুরের ছনবন এলাকায় মা এবং বড় বোনকে বেধড়ক মারধর করার ঘটনায় কুলাঙ্গার পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক যুবকের নাম সান্তু দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তু দাস প্রতিনিয়ত তার মা এবং বড় বোনকে নির্যাতন করতো। তাতে তিতিবিরক্ত মা এবং বোন। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তারা এ বিষয়ে রাধাকিশোপুর থানার পুলিশকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে। কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নির্যাতিতা মা। এ ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয়ের শামিল বলে আখ্যায়িত করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় এর মারাত্মক কুপ্রভাব পড়বে বলেও তারা মনে করেন।