ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্তির দাবীতে ডেপুটেশন বন দপ্তরের স্থায়ী শ্রমিকদের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।। ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্তির দাবিতে গোর্খাবস্তিতে অরণ্য ভবনে ডেপুটেশন দান করলেন বন দফতরের স্থায়ী শ্রমিকরা।সংবাদ সূত্রে জানা গেছে, দীর্ঘ আট নয় বছর ধরে ৩৬৩ জন স্থায়ী শ্রমিক বন দফতরে কাজ করে চলেছে।

তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার জন্য তারা দীর্ঘদিন ধরেই দপ্তর কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি পূরণ করা হচ্ছে না। বৃহস্পতিবার তারা গোর্খাবস্তিতে অরণ্য ভবনে তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেনএ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে স্থায়ী হিসেবে কাজ করে চললেও তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করা হচ্ছে না। তাতে তারা আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সে কারণেই তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করার জন্য তারা দপ্তর কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন।

অবিলম্বে তাদেরকে ফিল্ড ওয়ার্কার হিসেবে নিযুক্ত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করেছেন, সরকার এবং দপ্তর তাদের ন্যায্য দাবী সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *