স্টাফ রিপোর্টার, আমবাসা, ১০ মার্চ।। ধলাই জেলার আমবাসায় ট্রেন থেকে ছিটকে পড়ে এক যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যাত্রীর নাম শম্ভু মাঝি। বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালের ট্রেনে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল শম্ভু মাঝি। দরজার পাশে বসে ছিলেন তিনি। আমবাসা এলাকায় দরজা থেকে নিচে ছিটকে পড়ে জন ওই যাত্রী। তাতে তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন।
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন শম্ভু মাঝি। জানা গেছে, রাজ্যে নির্মাণ কাজের জন্য এসেছিলেন তিনি। আগরতলা থেকে ট্রেনে করে তিনি চলে যাওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে।