এনএসএস স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১০ মার্চ।। জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। আজ জিরানীয়ার শচীন্দ্রনগরস্থিত সংহতি বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস-এর উদ্যোগে এক রক্তদান শিবিরে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ভারতবর্ষে প্রতি দুই সেকেন্ডে এক ইউনিট রক্তের প্রয়োজন।

প্রতিদিন প্রায় ৩৮ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। রক্তের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রতিনিয়ত রক্তদানের মাধ্যমে এই চাহিদা পূরণের লক্ষ্য রাখতে হবে। এনএসএস-এর কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মানব ধর্ম পালনই হলো এনএসএস-এর মূল উদ্দেশ্য। এনএসএস-এর স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন।

শুধু রক্তদানই নয় বিপর্যয় মোকাবিলায় তাদের দেখা যায় মানবজাতির কল্যাণে সেবা করতে। জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে এই বিদ্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী।

স্বাগত ভাষণ দেন এনএসএস-এর প্রোগ্রাম অফিসার দিপিকা শীল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান রবি রঞ্জন চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহরলাল সরকার প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *