অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। ইউক্রেন যুদ্ধের প্রথম দুই সপ্তাহে রাশিয়ার আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার সেনা নিহত হয়েছেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
তবে হতাহতের প্রকৃত চিত্র দেওয়া দুরূহ বলে মনে করছেন তারা। খবর: বিবিসি ও সিএনএন’র।
মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।
এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লে. জেনারেল স্কট ব্যারিয়ার হাউস ইন্টেলিজেন্স স্থানীয় সময় মঙ্গলবার কমিটিকে জানান, গোয়েন্দারা মনে করছেন ইউক্রেনে ২-৪ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।
তবে এই পর্যালোচনার প্রতি তার ‘আস্থা কম’ বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনে অভিযান শুরুর পর গত সপ্তাহে রাশিয়া প্রথমবার জানায়, ইউক্রেনে তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন। তবে আহত সেনার সংখ্যা জানায়নি।
এছাড়া ইউক্রেন এবং রাশিয়া কোনো পক্ষই হতাহত ইউক্রেনীয় সেনাদের কোনো পরিসংখ্যান দেয়নি।