অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। গত মাসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিসবন সফরে গিয়ে বড় জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছিল পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি লেগে ইতিহাদে অবিশ্বাস্য কিছু করতে হতো লিসবনকে। কিন্তু সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগিজ ক্লাবটি। স্বস্তিতে থাকায় ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে গোলপোস্টের নিচে বদলি আনেন কোচ গার্দিওলা।
এডারসনের পরিবর্তে মাঠে নামান স্কট কার্সনকে। গোলপোস্টের নিচে দাঁড়িয়েই রেকর্ড গড়েছেন ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক। প্রায় ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগে দেখা গেল কার্সনকে। এই আসরের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের ব্যবধানে মাঠে নেমে এই রেকর্ড গড়লেন তিনি।
কার্সনকে চ্যাম্পিয়নস লিগে শেষবার দেখা গিয়েছিল ২০০৫ সালের এপ্রিলে, লিভারপুলের জার্সিতে। তখন তার বয়স ১৯ বছর। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে অলরেডদের গোলপোস্টের পাহারায় ছিলেন এই ইংলিশ গোলরক্ষক। সেই ম্যাচের ১৬ বছর ৩৩৮ দিন পর সিটির হয়ে মাঠে নামলেন কার্সন।