অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। সহজেই চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পেপ গার্দিওলার দল।
শেষ ষোলোর প্রথম লেগে লিসবন সফরে ৫-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে এই ব্যবধানেই টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করল গত আসরের রানার-আপরা।
অন্যদিকে শেষ আটে খেলতে হলে অবিশ্বাস্য কিছু করতে হতো লিসবনকে। কিন্তু সেই সুযোগ তারা পায়নি। গোল হজম না করলেও ইংলিশ চ্যাম্পিয়ন সিটির মাঠে ড্র করেছে, এই সান্ত্বনা পর্তুগিজ ক্লাবটির।
ম্যাচের বিরতির আগে চ্যাম্পিয়নস লিগে নিজের ২৫তম গোলের সোনালি সুযোগ পেয়েছিলেন রহিম স্টার্লিং। কিন্তু দুর্দান্তভাবে ইংলিশ ফরোয়ার্ডের শট রুখে দেন লিসবনের গোলরক্ষক আন্তনিও আদান।
সিটির কোয়ার্টার নিশ্চিত হওয়ায় একটি রেকর্ডও গড়ে ফেললেন গার্দিওলা। সর্বোচ্চ ১২তম বারের মতো আসরের শেষ আট নিশ্চিত করলেন বার্সেলোনা-বায়ার্ন মিউনিখের সাবেক কোচ।