বিশ্বজুড়ে চলছে করিম বেনজেমা বন্দনা

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। ফুটবল বিশ্বজুড়ে চলছে করিম বেনজেমা বন্দনা। একাই মেসি-নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজিকে বিদায় করে দিলেন ফরাসি ফরোয়ার্ড।

অ্যাওয়ে ও হোম মিলিয়ে দুই গোলে পিছিয়ে পড়েও বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মাত্র ১৭ মিনিটের ঝলকে সান্তিয়াগো বার্নাব্যুতে গড়লেন ইতিহাস। তছনছ করেছেন রেকর্ড বইও।

লস ব্লাঙ্কোসদের জার্সিতে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আলেফ্রেডো দি স্তেফানোকে টপকে গেলেন বেনজেমা। ৩০৯ গোল নিয়ে রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড। ৩০৮ গোল নিয়ে চারে নেমে গেছেন রিয়াল কিংবদন্তি দি স্তেফানো। এই তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৪৫০) ও রাউল গঞ্জালেস (৩২৩)।

২০০৪/০৫ মৌসুমে লিঁও’র হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোলের দেখা পান বেনজেমা। ২০০৯ সালে রিয়ালে যোগ দেন তিনি। এবার পিএসজির বিপক্ষে হ্যাটট্রিকে তিনি ভেঙে দিলেন বার্নাব্যুর আরেক কিংবদন্তি রাউলের রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে ৬৬ গোল করেছেন সাবেক এই স্প্যানিশ তারকা। এই তালিকায় বেনজেমা টপকে গেলেন রাউলকে।

চলতি চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যে ৮ গোল করে ফেলেছেন ফরাসি তারকা। সেই সঙ্গে ভেঙেছেন নিজের এক রেকর্ডও। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের এক আসরে তার সর্বোচ্চ গোল ছিল সাতটি, যা করেছিলেন ২০১১/১২ মৌসুমে।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন বেনজেমা। যা গত মৌসুমের চেয়ে একটি কম। ২০১১/১২ মৌসুমে রিয়ালের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে ৩২ গোল করেন তিনি। যা তার একক কোনো মৌসুমে সর্বোচ্চ।

২০০৯ সালের ২০ সেপ্টেম্বরে জেরেজের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে প্রথম গোল পান বেনজেমা। গোলটিতে অ্যাসিস্ট করেন রুদ ফন নিস্তলরয়। এরপর আর থেমে থাকেননি ফরাসি তারকা।

এছাড়া চ্যাম্পিয়নস লিগে আরেকটি রেকর্ডও গড়লেন বেনজেমা। এই আসরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক পেলেন তিনি। ৩৪ বছর ৮০ দিন বয়সে এই রেকর্ডটি নিজের করে নিলেন বেনজেমা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *