টেস্টে ইংলিশদের চালকের আসনে বসতে দিলেন না হোল্ডার-বোনার

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। অ্যান্টিগা টেস্টে ইংলিশদের চালকের আসনে বসতে দিলেন না জেসন হোল্ডার ও এনক্রুমাহ বোনার। ৭৫ রানের জুটি গড়ে দিনের বাকি সময়টা সামাল দিয়েছেন এই দুই ।

৮৩ থেকে ১২৭; প্রথম ইনিংস শুরু করে ৪৪ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বসা ওয়েস্ট ইন্ডিজকে আর কোনো উইকেট হারাতে দেননি হোল্ডার-বোনার। ৪ উইকেটে ২০২ রান নিয়ে দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। ১০৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে উইন্ডিজ।

মিশ্র অনুভূতির ভেতর দ্বিতীয় দিন কেটেছে ইংলিশ বোলারদের। শুরুতে উইকেট না পেলেও বিকেলের সেশনে দ্রুত ৪ উইকেট নিয়ে ফেলে তারা। কিন্তু দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ছাড়া ইংলিশ বোলিং লাইন-আপকে সুযোগ না দিয়ে ওপেনিং জুটিতে ক্যারিবিয়ানদের ৮৩ রান এনে দেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট (৫৫) ও জন ক্যাম্পবেল (৩৫)।

তবে এরপর দ্রুত শামারহ ব্রুকস (১৮) ও জার্মেইন ব্ল্যাকউডকে (১১) হারায় স্বাগতিকেরা। এরপর মাটি কামড়ানো ব্যাটিংয়ে দিনের বাকি সময় সামাল দেন হোল্ডার (৪৩) ও বোনার (৩৪)।

৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় শুরু করে সফরকারীরা। তার সঙ্গে আর ৪৩ রান যোগ হতেই ৩১১ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। আগের দিন ১০৯ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টো ১৪০ রান করে বিদায় নেন আলঝারি জোসেফের বলে। বৃষ্টিতে সাময়িক বন্ধ ছিল দ্বিতীয় দিনের খেলা। উইন্ডিজের হয়ে ৭৯ রানে ৪ উইকেট নেন ২০ বছর বয়সী পেসার জেইডেন সিলস।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড

ইংল্যান্ড ৩১১: বেয়ারস্টো ১৪০, ফোকস ৪২; ‍সিলস ৪/৭৯

ওয়েস্ট ইন্ডিজ ২০২/৪: ব্রাথওয়েট ৫৫, হোল্ডার ৪৩*; স্টোকস ১/২০

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *