চান্নির মূল ‘প্রতিদ্বন্দ্বী’ ছিলেন প্রাক্তন ক্রিকেটার সিধু

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। পঞ্জাবে ম্যাজিক ফিগার পার করে গিয়েছে আম আদমি পার্টি। ইতিমধ্যে আনন্দে উৎসবে মেতেছেন আপ কর্মী সমর্থকেরা। এদিকে পাঞ্জাবে কংগ্রেসের সবচেয়ে বড় দুই নেতা – মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং রাজ্য ইউনিটের বস নভজ্যোত সিং সিধু ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এক ধাক্কায় অনেকটাই পিছিয়ে গিয়েছেন।

মিঃ চান্নি তিনি যে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন – চামকৌর সাহিব এবং ভাদৌর থেকে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে আপ প্রার্থী চরণজিৎ সিং চামকৌর সাহিব থেকে এগিয়ে রয়েছেন, এবং দলের লাভ সিং উগোকে ভাদৌর আসন থেকে এগিয়ে রয়েছেন। পঞ্জাবের কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু এবং অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া অমৃতসর পূর্ব আসন থেকে পিছিয়ে রয়েছেন এবং আম আদমি পার্টির প্রার্থী জীবনজ্যোত কৌর এগিয়ে রয়েছেন।

সূত্র মারফত শোনা যাচ্ছে, দুটি কেন্দ্র থেকে পিছিয়ে থাকা কংগ্রেস হেভিওয়েট তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি আর কিছুক্ষণের মধ্যে ইস্তফা দিতে চলেছেন। কার্যত দলের অন্দরে চান্নির মূল ‘প্রতিদ্বন্দ্বী’ ছিলেন প্রাক্তন ক্রিকেটার সিধু। প্রাক্তন ক্রিকেটার নিজে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চেয়েছিলেন বলে শোনা যায়। যদিও শেষ হাসি হাসেন চান্নি। এরপরই তাঁকে রাজ্যের নির্বাচনী ময়দানে সেই অর্থে দেখা যায়নি। এদিকে বেলা বাড়তেই পঞ্জাবের ছবিটা ক্রমশ পরিষ্কার হতে শুরু করে।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *