অরুন্ধতীনগর পুলিশ মাঠে পশ্চিম জেলার ২৬৯ জন এসপিও জওয়ানের পাসিং আউট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মার্চ।। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সদ্য পাসিং আউট হওয়া এসপিও জওয়ানদের পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার যজ্ঞেশ্বর রেড্ডি।

বৃহস্পতিবার অরুন্ধতী নগর পুলিশ মাঠে ২৬৯ জন এসপিও জওয়ানের পাসিং আউট অনুষ্ঠান হয়েছে। তাদের মধ্যে মহিলা এসপিও জওয়ানও রয়েছে। পাসিং আউট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

উল্লেখ্য, একমাস প্রশিক্ষণ এরপর তাদেরকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাসিং আউট করা হয়েছে। পাসিং আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার যজ্ঞেশ্বর রেডি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি পুলিশ কর্মীর। যারা সদ্য পাসিং আউট হয়েছে তাদেরকেও এ বিষয়ে যত্নবান হতে হবে। নিষ্ঠা এবং সততার মধ্য দিয়ে কাজ করলে সুনাম অর্জন করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

রাজ্যকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রেও পুলিশকরদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে মনে করেন জেলা পুলিশ সুপার। সমাজকে কলুষমুক্ত রাখতে প্রতিটি মুহূর্তে নজরদারি দায়িত্ব পুলিশ কর্মীদের।

রাজ্য পুলিশ কর্মীদের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেছেন তিনি। পুলিশকর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন বলেই রাজ্যে অপরাধপ্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *