অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। প্রত্যাশিত মতোই ফলাফল। সি ভোটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে এগিয়ে থাকার কথা ছিল আপের। সেইমতো রেজাল্ট করল আম আদমি পার্টি। পঞ্জাবের নির্বাচনে অভূতপূর্ব ফলাফল আপের। অরবিন্দ কেজরিওয়ালের দল এবার জাতীয় স্তরে আত্মপ্রকাশ করে বিজেপির বড় বিরোধী হতে সক্ষম হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তারই সঙ্গে কংগ্রেসমুক্ত ভারতের যে দাবি রয়েছে, সেই সম্ভাবনাকেই এগিয়ে দিল পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ফলাফল। পঞ্জাবে ক্ষমতা দখলের পথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ১১৭ আসনের পঞ্জাবে আম আদমি পার্টি এই মুহূর্তে ৮৮ টি আসনে এগিয়ে রয়েছে। পঞ্জাবে বিপুল জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। টুইটে পঞ্জাববাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি।
इस इंक़लाब के लिए पंजाब के लोगों को बहुत-बहुत बधाई। pic.twitter.com/BIJqv8OnGa
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 10, 2022
দিল্লির পরে এবার পঞ্জাবেও সরকার গড়তে চলেছে। দলের শীর্ষ নেতা রাঘব চাড্ডা বলেন, আপ এখন জাতীয় দল। শীঘ্রই কংগ্রেসকে সরিয়ে আমরা হয়ে উঠব বৃহত্তম বিরোধী দল। দিল্লির মুখ্যমন্ত্রী হবেন অরবিন্দ কেজরিওয়াল।
রাঘব চাড্ডা বলেন, ‘পঞ্জাব দেখেছে, দিল্লিতে কিভাবে কাজ করেছে আপ। পাঁচ দশক ধরে যারা পঞ্জাবের মানুষকে যারা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন, তাদের পতন হয়েছে। আপের তরফে জানানো হয়েছে, পঞ্জাবের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্লু-প্রিন্ট তৈরি করা হবে।