রুশ ধনকুবেরদের একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে রুশ ধনকুবেরদের একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের একজন আব্রামোভিচ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, সমালোচনা ও বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রামোভিচ।

ইউক্রেন যুদ্ধের ১৫তম দিনের মধ্যেই এই রুশ ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা আনল যুক্তরাজ্য সরকার। সম্প্রতি যে সাত রুশ ধনকুবেরকে যুক্তরাজ্য নিষিদ্ধ করেছে তাদের একজন আব্রামোভিচ। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি সফরও নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাজ্য সরকারের এই নিষেধাজ্ঞার তালিকায় আছেন আইগর সেচিন ও ওলেগ দেরিপাস্কা। দুই বিলিয়নিয়ার পুতিনের খুব কাছের মিত্র।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, যারা হামলা সমর্থন করেন তাদের জন্য এই স্থান নিরাপদ স্বর্গ হতে পারে না।

প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘ইউক্রেনিয়ান জনগণের প্রতি যুক্তরাজ্যের দ্বিধাহীন সমর্থনে আজকের নিষেধাজ্ঞার এটি সর্বশেষ পদক্ষেপ। সার্বভৌম রাষ্ট্রে যারা বেসামরিকদের হত্যা, হাসপাতাল ভাঙচুর ও অবৈধ দখলে সহায়তা করছে তাদের প্রতি আমরা নির্মম হব।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *