টেস্টের অধিনায়কত্ব থাকছে শন উইলিয়ামসের কাঁধে

অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। জিম্বাবুয়ের সীমিত ওভারের জন্য পূর্ণকালীন অধিনায়ক করা হয়েছে ক্রেইগ আরভিনকে। টেস্টের অধিনায়কত্ব থাকছে শন উইলিয়ামসের কাঁধে। তিন ফরম্যাটে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রেগিস চাকাবা।

আরভিন এর আগে কেবল এক টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে ইনিংস ব্যবধানে হারে তার দল।

তিন ফরম্যাট মিলিয়ে জিম্বাবুয়েকে ১৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আরভিন। তার মধ্যে ৬ জয়ের পাশাপাশি হেরেছেন ৮ ম্যাচে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে ছিলেন তিনি।

অন্যদিকে, স্টুয়ার্ট মাতসিকেনিয়ার পরিবর্তে জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে পুনরায় দায়িত্ব নিয়েছেন ক্লুজনার। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এই দায়িত্ব ছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

স্টুয়ার্ট দায়িত্ব পালন করবেন সহকারী কোচের। জিম্বাবুয়ের প্রধান কোচ থাকছেন লালচাঁদ রাজপুত। তবে এখনো বোলিং কোচ চূড়ান্ত করতে পারেনি তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *