কিয়েভের উত্তরপশ্চিম দিকে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ

অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে রাজধানী কিয়েভের উত্তরপশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে।

বুধবার বিবিসি জানায়, ওই এলাকাগুলোতে অবস্থানরত সাংবাদিকরাও একাধিক বিস্ফোরণের তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় সকাল ৬টার পর থেকে কিছুক্ষণ পর পর বিমান হামলার সাইরেন বেজে উঠছে বলেও জানান তারা।

ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেবার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তিনি আরো হুঁশিয়ার করে দেন যে রুশবাহিনী কৃষ্ণসাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসাতে বোমাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে।

বেশ কিছুদিন ধরে অবরুদ্ধ হয়ে থাকা খারকিভ শহরে আবারও বেসামরিক অবকাঠামোর ওপর গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর আসছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *