অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। ভারতে ধনপতিদের লিস্টে সবার প্রথমে নাম আসবে মুকেশ আম্বানির। তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। এবার তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে জিও ওয়ার্ল্ড সেন্টার খুললেন। আসলে ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করার জন্য তিনি জিও ওয়ার্ল্ড সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আসুন বিস্তারিত জেনে নিন।
জিও ওয়ার্ল্ড সেন্টার দেশের বিভিন্ন জায়গায় করা হবে। আসলে রিলায়েন্সএর লক্ষ্য হিসেবে রাখা হয়েছে ব্যবসা, সংস্কৃতি এবং প্রযুক্তি। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডিরেক্টর নিতা আম্বানি নির্দেশ অনুসারে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সই প্রায় সাড়ে ১৮ একর এলাকাজুড়ে সেন্টার তৈরি। তবে বিভিন্ন জায়গায় আরো সেন্টার খোলা হবে।
এই সেন্টারে সাধারন মানুষরাও পরিষেবা পাবে। এই পরিষেবাটি যথেষ্ট ভালো মানের থাকবে। এখানে ক্যাফে রেস্তোরাঁ, আবাসন থেকে দপ্তর বা ছবি প্রদর্শনীর গ্যালারি বা খুচরো ব্যবসার সবকিছুর পরিষেবা থাকবে। রিলায়েন্স এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন ভারত নির্মাণের লক্ষ্যে তারা রয়েছে।
রিলায়েন্স জিওর প্রতিষ্ঠিত ধীরুভাই আম্বানির নামে মিউজিক্যাল ফোয়ারাও সেন্টারে থাকবে। আসলে মিউজিক্যাল ফোয়ারা বলতে, দেশ-বিদেশের জনপ্রিয় গানের সুর এবং রংবেরঙের আলো থাকবে। এই সবকিছু সঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকবে ফোয়ারা জল। এই ফোয়ারার জলকে আকর্ষণীয় করে তোলার জন্য ৮টি ফায়ার শুট্যার, ৩৯২ টি ওয়াটার জেট, ৬০০টির এলইডি আলোর ব্যবস্থা থাকবে। মুকেশ আম্বানির এরম উদ্যোগ ভারতবর্ষকে আরো আধুনিক করে তুলবে, বলাই বাহুল্য।