অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। রোমাঞ্চকর সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উদ্ধার করেছেন জনি বেয়ারস্টো। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংলিশরা প্রথম দিন পার করেছে ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে।
ইংলিশ ক্রিকেটারদের যেন নতুন যুগ শুরু হয়েছে। ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই পরিচিত দৃশ্যের মুখোমুখি হতে হলো সফরকারীদের।
৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। খাদের কিনারে দাঁড়িয়ে ১০৯ রানের ইনিংস খেলে দলকে চালকের আসনে বসান বেয়ারস্টো। এক ইনিংসের ব্যবধানে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন তিনি।
তিন অঙ্কের ঘরে পা রাখার পথে বেন স্টোকসের (৩৬) সঙ্গে ৬৭ ও বেন ফোকসের (৪২) সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ক্রিস ওকসকে নিয়ে (২৪) দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। দুজনে ৫৪ রানের জুটিও গড়ে দিনের বাকি সময় সামাল দেন।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর এবারই প্রথম টেস্ট খেলতে নামল ইংল্যান্ড। কিন্তু ক্যারিবিয়াদের বিপক্ষে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই জ্বলে ওঠে ক্যারিবিয়ান পেসাররা।
ওপেনার অ্যালেক্স লিসকে (৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর অধিনায়ক জো রুটকে (১৩) বোল্ড করেন কেমার রোচ। ইনিংসের চতুর্থ ওভারে জেইডেন সিলসকে উইকেট উপহার দেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (৮)। নিজের প্রথম উইকেট হিসেবে ড্যানিয়েল লরেন্সকে (২০) ফেরান জেসন হোল্ডার।
স্লো পিচে ব্যাটিংয়ে এসে প্রতি আক্রমণ শুরু করে দেন বেয়ারস্টো। উইন্ডিজ বোলাররাও তেমন আর সুবিধা করতে পারেননি। তবে দিন শেষ হওয়ার আগে স্টোকসকে ফেরান সিলস আর ফোকসকে নিজের দ্বিতীয় বানান হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড
ইংল্যান্ড: ২৬৮/৬: বেয়ারস্টো ১০৯*, ফোকস ৪২; হোল্ডার ২/১৫