অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। ম্যাচ শুরুর মাত্র ২৩ মিনিটে রবার্ট লেভানদোভস্কির তিন গোল। পোলিশ স্ট্রাইকারের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রেড বুল সালজবুর্গকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান জায়ান্টরা। সেই সঙ্গে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন। এর আগে অস্ট্রিয়ান ক্লাবটির বিপক্ষে তাদেরই মাঠে ১-১ গোলে ড্র করেছিল হুলিয়ান নাগেলসম্যানের দল।
চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক পেলেন লেভা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন টমাস মুলার। বাকি গোল দুটি করেছেন সের্গে নাব্রি ও লেরয় সানে। প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা।
১২ ও ২১তম দুটি পেনাল্টি পায় বায়ার্ন। সালজবুর্গ ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ান ওয়েবার দু’বারই বাজেভাবে ট্যাকল করে নাগেলসম্যানের শিষ্যদের পেনাল্টি উপহার দেন। স্পট-কিক থেকে দুটি গোলই করেন লেভা। প্রথমটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৪০তম গোল। ২৩তম মিনিটে সালজবুর্গ গোলরক্ষক ফিলিপ কোনকে বোকা বানিয়ে নিজের তৃতীয় গোলটি করেন পোলিশ অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথমার্ধ শুরুর সবচেয়ে দ্রুত সময়ে এটিই প্রথম হ্যাটট্রিক। আগের রেকর্ডটি ছিল মার্কো সিমোনের। ১৯৯৬ সালে ইন্টার মিলানের হয়ে রসেনবর্গের বিপক্ষে ম্যাচ শুরুর ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি।
তবে সময়ের ব্যবধানে রেকর্ডটি বাফেতিম্বি গোমিসের। ২০১১ সালে লিঁওর হয়ে ডায়নামো জাগরেবের বিপক্ষে ৭-১ গোলে জয়ের ম্যাচে ৮ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন ফরাসি স্ট্রাইকার।