অনলাইন ডেস্ক, ৯ মার্চ ।। সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে রাগান্বিত এবং হতাশ।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
কংগ্রেসের শুনানিতে মঙ্গলবার সিআইএ প্রধান এই বক্তব্য রাখেন। তিনি বলেন, পুতিন দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার পরিকল্পনা করেছিলেন।
উইলিয়াম বার্নস মার্কিন আইন প্রণেতাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আমি মনে করি পুতিন এই মুহূর্তে রাগান্বিত এবং হতাশ। তিনি সম্ভবত দ্বিগুণ সেনা বাড়িয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুঁড়িয়ে দিতে চেষ্টা করবেন, আর সে ক্ষেত্রে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়ে তোয়াক্কাও করবেন না।’
বার্ন বলেন, পুতিন বহুদিন ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্ক্ষার একটা বিস্ফোরক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারির রুশ অভিযানকে তিনি ক্রেমলিন নেতার ‘একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত’ হিসেবেই বর্ণনা করেন।