বিশালগড়ে বাসের সাথে সংঘর্ষে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত একজন

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯ মার্চ।। বুধবার সন্ধ্যায় আবারোও এক ভয়াবহ পথ দুর্ঘটনায় কেড়ে নিল আরোও একটি প্রাণ গুরুতর অবস্থায় আরোও একজনকে হাঁপানিয়া হাসপাতালের রেফার করে দেয় বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে বিশালগড় অফিসটিলাস্থিত গ্রামীণ ব্যাংক শাখা সংলগ্ন স্থানে। উল্লেখ্য সন্ধ্যা নাগাদ আগরতলা টিআর ০৩ -১২৫২ নম্বর যুক্ত একটি বাস গাড়ি উদয়পুরমুখী রওনা দেয়। গাড়িটি অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্থানে পৌঁছাতে উল্টো দিক থেকে আসা টিআর ০৭ ডি-৪৬১৮ নম্বর যুক্ত একটি পালসার বাইকের সরাসরি ধাক্কা লাগে। তাতে বাইকে থাকা দুইজন যুবক রাস্তার উপরে ছিটকে পড়ে।

সেই দৃশ্য দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় পথ চলতি এবং আশপাশের জনতা। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় অগ্নিনির্বাপক কর্মীরা, এবং রাস্তার উপর পড়ে থাকা রক্তাক্ত দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক বাইক চালক প্রসেনজিৎ দেবনাথ কে মৃত বলে ঘোষণা করেন। সাথে থাকা বাইক আরোহী সুকান্ত দেবনাথের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ার পরিপ্রেক্ষিতে চিকিৎসক তৎক্ষণাৎ হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেয়।

জানা যায় মৃত বাইক আরোহীর নাম প্রসেনজিৎ দেবনাথ (৩০) এবং আহত যুবকের নাম সুকান্ত দেবনাথ (৩১)। দু’জনের বাড়ি পশ্চিম লক্ষীবিল নীলকমল এলাকায় বলে প্রাথমিক সূত্রের খবর। তবে ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ শেষ পর্যন্ত বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন স্থান থেকে আটক করতে সক্ষম হয় কিন্তু গাড়িটির চালক পালিয়ে যায়। ঘটনায় পুরো বিশালগড় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *