অন্তত এক লাখ মানুষের সামনে অনুষ্ঠিত হবে ওয়ার্নের শেষকৃত্য

অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য হবে ‘আইকনিক’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে- অন্তত এক লাখ মানুষের সামনে অনুষ্ঠিত হবে ওয়ার্নের শেষকৃত্য।

আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হলেও মেলবোর্নেই যে শেষকৃত্য হবে তা এখনো নিশ্চিত করেননি ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন।

তবে তিনি জানিয়েছেন, ওয়ার্নের মত কিংবদন্তি ক্রিকেটারের শেষকৃত্যর জন্য মেলবোর্নই সঠিক স্থান।

১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ওয়ার্ন। জন্মস্থান মেলবোর্ন জুড়ে সব স্মৃতি ওয়ার্নের। ঘরোয়া ক্রিকেটে মেলবোর্নের রাজ্য দল ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি।

২০০৬ সালে বক্সিং ডে টেস্টে মেলবোর্ন মাঠেই প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট শিকার করেন ওয়ার্ন। ১৯৯৪ সালে এমসিজিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ওয়ার্ন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *