অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। রাশিয়ার আরও এক জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আলজাজিরা মঙ্গলবার এ কথা জানিয়েছে।
অবরুদ্ধ খারকিভ শহরের কাছে সোমবার রাশিয়ার ৪১তম আর্মি’র ফার্স্ট ডেপুটি কমান্ডার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ নিহত হন বলে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ ডিরেক্টোরেট অব ইন্টেলিজেন্স দাবি করেছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে নিহত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে গেরাসিমভ হচ্ছেন দ্বিতীয়।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে আরেক জেনারেল ৪১তম আর্মি’র ডেপুটি কমান্ডার আন্দ্রেই সুখোভেৎস্কি নিহত হন।
ইউক্রেনের সামরিক বাহিনী ১১ হাজার রুশ সেনাকে হত্যা করেছে বলে ইউক্রেন দাবি করেছে। অবশ্য রাশিয়া প্রায় ৫০০ সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে কোনো পক্ষই ইউক্রেনের সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
শহরের প্রশাসন জানিয়েছে, নদীর ওপর বানানো অস্থায়ী সেতু দিয়ে ২০০০ মানুষ শহর ছেড়ে চলে যেতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের দক্ষিণে মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন রয়েছে।