তিনদিনব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সূচনা দৌড়ের মাধ্যমে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মার্চ।। রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর ৮ মার্চ থেকে ১০ মার্চ অবধি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, এইবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল ভাবনা হচ্ছে ‘ব্রেক দ্য বায়াস’।

এই উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় আজ সকালে মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয় থেকে দৌড়ের মাধ্যমে। সংক্ষিপ্ত একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই দৌড়ের সূচনা করেন অ্যাডিশনাল ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ প্রিন্সি রাণী৷

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দ্রন, ওবিসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তা কুন্তল দাস, পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা। এই দৌড়ে অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের, কলেজের পাঠরতা ছাত্রীবৃন্দ, তাদের অভিভাবিকাগণ, এনএসএস, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড-এর স্বেচ্ছাসেবক সহ সমাজের বিভিন্ন অংশের নারীরা।

এই দৌড় শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। ৯ মার্চ দুপুর ১২টায় রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে যেখানে সমাজের বিভিন্নক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা ছাত্রীদের সামনে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই অনুষ্ঠানে আরও থাকছে একটি ছোট নাটকের উপস্থাপনা এবং ‘মেঘবালিকা’ নামক রাজ্যের জনপ্রিয় মহিলা ব্যান্ডের একটি মনোজ্ঞ পরিবেশনা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।

পরদিন ১০ মার্চ সকাল ৭টায় স্থানীয় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। তার সাথে থাকবে যোগাসন পরিবেশনা এবং একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জিলা সভাধিপতি অন্তরা সরকার এবং আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস।

অনুষ্ঠানগুলি সাফল্যমন্ডিত করার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। বুনিয়াদি ও মধ্যশিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দ্রন এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *