জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন

অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী ইউক্রেনে হামলার আদেশ দেওয়ার পর সারা বিশ্বে রাশিয়ার বিরোধিতা করা হচ্ছে। একই সঙ্গে পুতিনের সমর্থনেও এগিয়ে এসেছেন বেশকিছু মানুষ।
রাশিয়ান জিমন্যাস্ট ইভান কুলিয়াকও এই তালিকায় রয়েছেন। এই রাশিয়ান জিমন্যাস্ট পদক জয়ের মঞ্চে ইউক্রেনীয় খেলোয়াড় ইলিয়া কোভতুনের পাশে দাঁড়িয়ে যুদ্ধের সমর্থন করলেন। তিনি নিজের বুকে ‘জেড’ লিখলেন। এই প্রতীকটি ইউক্রেনে রাশিয়ান আক্রমণের সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। কাতারে অনুষ্ঠিত প্রতিযোগিতায়, কোভতুন প্রতিযোগিতায় সোনা জিতেছিল ইউক্রেনের প্রতিযোগী। কুলিয়াক ব্রোঞ্জ জিতেছিলেন।

এখন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। একটি বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন জিমন্যাস্টিকস এথিক্স ফাউন্ডেশনকে পুরুষ জিমন্যাস্ট ইভান কুলিয়াকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলবে। যিনি কাতারের দোহায় সরঞ্জাম বিশ্বকাপে আশ্চর্যজনক আচরণ করেছিলেন’। আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন ইতিমধ্যেই কুলিয়াককে নিষিদ্ধ করেছে।

কুলিয়াক প্রথম রাশিয়ান জিমন্যাস্ট নন যিনি প্রকাশ্যে ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থন করলেন। গত সপ্তাহে স্বেতলানা খোরকিনা অনলাইনে ‘জেড’ সাইন শেয়ার করেছেন। খোরকিনা ক্যাপশনে লিখেছেন, ‘যারা রাশিয়ান হতে লজ্জিত নয় তাদের জন্য একটি প্রচারণা’। খোরকিনা ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত সাতটি অলিম্পিক পদক জিতেছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *