ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মার্চ।। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের রাজ্য সফর শেষে সীমান্তরক্ষী বাহিনীর বিশেষ বিমানে আজ রাতে রাজ্য ত্যাগ করেন।

মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিনোদ কুমার সোনকার মুখ্যসচিব কুমার অলক, পুলিশ মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার বি জগদিশ্বর রেড্ডি, সমাজসেবী ডা. মানিক সাহা ও বিশিষ্ট সমাজসেবী অজয় জাম্বুয়াল।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে বুদ্ধমন্দিরস্থিত অস্থায়ী ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী অজয় জাম্বুয়াল। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ইউনিভার্সিটির আধিকারিক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *