ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে রূপার দরজা উৎসর্গ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ মার্চ।। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদয়পুরস্থিত মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দির পরিদর্শনে আসেন।

সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়ের মন্দিরে রূপার দরজা উৎসর্গ করেন। পরে তিনি মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের পূজাতেও অংশগ্রহণ করেন। এছাড়া প্রসাদ প্রকল্পে মায়ের মন্দিরের আধুনিকীকরণের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

সে সময় তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পর্যটনমন্ত্রী প্রণজিং সিংহ রায়, সাংসদ বিনোদ কুমার সোনকর, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মুখ্যসচিব কুমার অলক, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সহ উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ।

উল্লেখ্য, মায়ের মন্দিরের এই রূপার দরজা তৈরি করতে মোট ব্যয় হয়েছে ১৯ লক্ষ ৩৫ হাজার ৪৫২ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *