অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। ‘হার্ট অফ স্টোন’ নামের একটি স্পাই থ্রিলারে গাল গ্যাডট এবং জেমি ডরনানের সহ অভিনেত্রী হিসেবে হলিউডে অভিষেক করতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। টম হার্পার পরিচালনায় ছবিটি নেটফ্লিক্সের জন্য নির্মিত হবে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘আলিয়া ভাট হলিউডে অভিষেক করতে চলেছেন: নেটফ্লিক্স ফিল্মে গাল গ্যাডটের সঙ্গে যোগ দিয়েছেন… #আলিয়াভাট বিশ্বব্যাপী অভিষেক করছেন, #নেটফ্লিক্সের আন্তর্জাতিক স্পাই থ্রিলার #হার্টঅফস্টোন #গাল গ্যাডটের সঙ্গে যোগদান করছেন… #ছবিটি পরিচালনা করছেন টমহার্পার’।
নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, ‘একটা ঘোষণা দিয়ে দিনটা শুরু করছি ৷ আন্তর্জাতিক স্পাই থ্রিলার হার্ট অফ স্টোনে গাল গ্যাডট ও জেমি ডরনানের সঙ্গে অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট’।
ছবিতে আরও অভিনয় করবেন জেমি ডরনান। ছবিটি গ্রেগ রুকা এবং অ্যালিসন শ্রোডারের একটি স্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি হবে। গল্পের বিশদ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
ছবিটির কেন্দ্রে থাকছেন গ্যাডট, তার চরিত্রের নাম র্যাচেল স্টোন। ছবিতে তিনি একজন গোয়েন্দা। তার শক্তিশালী, আন্তর্জাতিক শান্তিরক্ষী সংস্থা এবং তার সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে তিনি। এই নিয়েই এগোবে গল্প। তবে আলিয়ার চরিত্রটি কী হতে চলেছে, সেই রহস্য এখনও উন্মোচন করেননি নির্মাতারা।
নেটফ্লিক্স গত জানুয়ারিতেই স্ট্রিমার এবং স্কাইড্যান্সের মধ্যে আরেকটি অংশীদারিত্ব ভিত্তিক এই প্রকল্পের বিশ্বব্যাপী সম্প্রচারের স্বত্ব পেয়ে গেছে।
বলিউডের অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। দিন দিন তার অভিনয়ের দক্ষতা বেড়েই চলছে। পাল্লা দিয়ে বাড়ছে জনপ্রিয়তা। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবি দিয়ে করণ জোহরের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। তারপর থেকে একরে পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন।
সর্বশেষ সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ সিনেমা দিয়ে সাফল্যের আকাশ ছুঁয়েছেন তিনি। অনবদ্য অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন। যার ফলে ছবিটি হাঁটছে ব্যবাসায়িক সাফল্যের নতুন রেকর্ডের পথে। এমন সময়েই খবর পাওয়া গেল, এবার হলিউডে অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের।
ছবিটির প্রযোজক স্কাইড্যান্সের ডেভিড এলিসন, ডানা গোলবার্গ ও ডন গ্র্যাঞ্জার। এ ছাড়াও প্রযোজনায় রয়েছেন মকিংবার্ডের বনি কার্টিস ও জুলি লিন এবং পাইলট ওয়েভের গ্যাডট ও জ্যারন ভারসানো। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন হার্পার, রুকা ও প্যাটি হুইচার।
অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সহ পাইপলাইনে আলিয়ার হাতে আরও বেশ কয়েকটি ছবি রয়েছে। বড় পর্দায় প্রথমবারের মতো তাকে তার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়। ছবিটি চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।
আলিয়ার হাতে আরও রয়েছে রকি আওর রানি কি প্রেম কাহানি, ডার্লিংস এবং জি লে জারা।