অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় ৩০০ ইউক্রেনিয়ানকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিবিসি বলছে, যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান।
অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে।
ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা গেছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’। কিন্তু কারা প্রবেশে করার চেষ্টা করছে, তাদের যাচাই-বাছাই করে দেখতে চায়।
আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে প্রায় ১৫ লাখ মানুষ ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছে। তাদের সিংহভাগই প্রতিবেশী পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মঙ্গলবার ১৩তম দিনে গড়িয়েছে। এখনো এই যুদ্ধ বন্ধে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।