স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।।সোমবার ভোররাতে শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
জানা যায় গাড়ি দুটি দ্রুত বেগে যাচ্ছিল। শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় দ্রুত বেগে আসা গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানা যায় গাড়ির চালকরা মত্ত অবস্থায় থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।