স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৭ মার্চ।। রোগী নিয়ে বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে আসার পথে কদমতলা বাজার এর কাছে দুর্ঘটনার কবলে পরে TR 08 0843 এই নম্বরের এম্বুলেন্স। আহত হয় রোগী এবং রোগীর সঙ্গে থাকা অন্যরা। আহত হয় অ্যাম্বুলেন্সের চালক রাজু ত্রিপুরা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বড়পাথরী হাসপাতলে।
অন্যদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে একজনকে উদয়পুর জেলা হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুত গতিতে থাকা একটি বাইককে বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনা। এক্ষেত্রে বাইক আরোহীর অসতর্কতাকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা।
এম্বুলেন্সটি দুর্ঘটনাগ্রস্ত হলে বাইকটি দ্রুত গতিতে চলে যায় বড়পাথরীর দিকে। এই কদমতলা এলাকায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে দুর্ঘটনায় এই এলাকাতে তার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। সব সময় দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে।
তবে এক্ষেত্রে বাইক আরোহীদের গতিবেগ থাকে অনেক বেশি। এই গাড়িতে রেফার হওয়া রোগী নয়ন দত্ত(২২) জানায় তার বাড়ি বড়পাথরীর সোনাপুরে। হঠাৎ বুকে ব্যথা হয় সে বড়পাথরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে আসলে চিকিৎসক তাকে বিলোনিয়া রেফার করে। দুর্ঘটনায় সে সামান্য আঘাত পেলেও তার সাথে থাকা তার ভাগিনা স্বরূপ বৈদ্য(১৪) মাথায় চোট পেয়ে আহত হয়। আহত হন নয়নের মা শুক্লা দত্ত (৩৬)। তাকে উদয়পুর রেফার করা হয়।