অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। প্রয়াত শেন ওয়ার্নের জীবনে নতুন প্রেম এসেছিল অনেকবার। এলিজাবেথ হার্লির সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত অটুট ছিল তাদের সম্পর্ক। কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক মৃত্যু মানসিক ধাক্কা দিয়েছে ব্রিটিশ অভিনেত্রী হার্লিকে।
সম্পর্ক ভাঙলেও ওয়ার্নের সঙ্গে যোগাযোগ ছিল হার্লির। বছর তিনেক আগেও ওয়ার্ন বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় আমি ব্যথিত। এখনো ওর প্রতি আমার টান রয়েছে যথেষ্ট। আর ও মানুষ হিসেবে অসাধারণ। ’
ওয়ার্নের প্রতি তারও যে টান ছিল তা অস্বীকার করেননি হার্লি। ওয়ার্নের মৃত্যুতে শোকাহত অভিনেত্রী আবেগঘন একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের পোস্টে হার্লি লিখেছেন, ‘আমার মনে হচ্ছে সূর্য চির দিনের জন্য মেঘের আড়ালে চলে গেল। শান্তিতে থাকো আমার সিংহ হৃদয় ভালোবাসা। ’
দুজনের এক সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন হার্লি।
সাবেক প্রেমিককে তার এই শ্রদ্ধার্ঘ্য মন কেড়েছে অস্ট্রেলীয়দের। সহমর্মিতা প্রকাশ করেছেন দুই তারকার ভক্তরাও।
এক সময় নেট মাধ্যমেই ওয়ার্ন তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন। দুজনে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। হয়েছিল বাগদান অনুষ্ঠানও। যদিও তাদের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি।