অনলাইন ডেস্ক, ৭ মার্চ।। চীনের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক টিকটক রাশিয়ায় সরাসরি সম্প্রচার এবং নিজেদের ভিডিও সেবায় নতুন কন্টেন্ট আপলোড বন্ধ করে দিয়েছে।
সোমবার রুশ সংবাদসংস্থা তাস জানায়, রবিবার টিকটকের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি পোস্ট করা হয়।
এতে বলা হয়, ‘রাশিয়ার নতুন ফেক নিউজ আইনের কারণে আমাদের সরাসরি সম্প্রচার এবং নিজেদের ভিডিও সেবায় নতুন কন্টেন্ট আপলোড বন্ধ করে দিয়েছি। আমরা আইনটির নিরাপদ প্রয়োগ পর্যালোচনা করে দেখছি।
এ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
তবে টিকটক জানায়, এ কারণে তাদের ইন-অ্যাপ মেসেজিং সেবা ব্যাহত হবে না।
বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের পূর্ণাঙ্গ সেবা ফের চালু করতে রাশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতির পর্যালোচনা অব্যাহত রাখব। ‘
অপর দিকে রাশিয়ায় নিজেদের সেবা স্থগিতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবস্ক্রিপশন স্ট্রিমিং পরিষেবা এবং প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স।
রবিবার নেটফ্লিক্স প্রতিনিধিদের বরাত দিয়ে ভ্যারাইটি ম্যাগাজিন এ তথ্য জানায়।
নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, ‘রাশিয়ার পরিস্থিতি বিবেচনায় আমরা দেশটিতে পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ‘