স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।।খেলাধূলা আমাদের ছেলেমেয়েদের সুস্থ দেহ ও মন গঠনে সহায়ক ভূমিকা গ্রহণ করে। খেলাধূলা যুবসমাজকে একসূত্রে বেঁধে রাখতেও সহায়তা করে। আজ আগরতলা পুরনিগমের খয়েরপুরস্থিত পল্লীমঙ্গল দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী একথা বলেন।
তিনি বলেন, আমাদের সবার কর্তবা হবে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে খেলাধূলায় আরও দক্ষ করে তোলা। যেন আন্তর্জাতিক ক্রীড়া জগতে অংশ নিতে পারে এবং দেশের মধ্যে রাজ্যের সুনাম বৃদ্ধি করতে পারে। সেইভাবেই তাদের এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, রাজা সরকার রাজ্যের ছেলেমেয়েদের গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা শিমূল দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. নির্মল কান্তি দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল মেনেজমেন্ট কমিটির চেয়ারম্যান রতন চন্দ্র ভৌমিক ও সদস্য সুনীল চন্দ্র দেবনাথ। ৪টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে বিদ্যালয়ের এনসিসি’র ছাত্ররা প্যারেড প্রদর্শন করে। এছাড়া ছাত্রছাত্রীরা যোগা ও পিটি প্রদর্শনও করে। অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকাগণ ও ছাত্রীরা।