স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ৭ মার্চ। দীর্ঘ ১৭ মাস পর পুলিশ জালে তুলতে সক্ষম হয় ধর্ষণ এবং প্রতারণাসহ একাধিক মামলায় অভিযুক্ত যুবক যোগেন্দ্র সাহানিকে। তার বয়স ৩০ বছর। তাকে বিহার থেকে কল্যাণপুর থানার পুলিশ গ্রেপ্তার করে রবিবার বিকেলে থানায় নিয়ে আসে। সোমবার সকালে যুবককে খোয়াই আদালতে পাঠায়।
কল্যাণপুর থানার এসআই বিশ্বজিৎ দাস সহ পুলিশ বাহিনী গত ৩ মার্চ বিহারে মান এবং জালে তুলতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায় গত ১৮/০৯/২০২০ সালে কল্যাণপুর থানায় যুবকের বিরুদ্ধে আদালত মারফত একটি মামলা নথিভুক্ত হয়। যার মামলা নং ৬৪/২০২০। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৯৩/৪৯৪/৪৯৫/৪৯৬/৩৭৬/৪১৭ ধারায় মামলা হয়।
জনৈক মহিলার অভিযোগের ভিত্তিতে এই মামলা গ্রহণ করেছিল পুলিশ। অভিযোগ যুবক মহিলার সাথে প্রতারণা করার পর কল্যাণপুর থেকে পালিয়ে যায় বিহার। অনেক চেষ্টার পর পুলিশ খুঁজে পেল যুবককে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিহার রাজ্যের মির্জাপুর থেকে যুবক যোগেন্দ্র সাহানী(৩০) কে গ্রেপ্তার করে লালপুর থানার পুলিশ।
বিহারের মির্জাপুর আদালতে তাকে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে ট্রানজিট রিমান্ডের দাবি করা হয়। সে মোতাবেক আদালত দাবি মানে এবং যুবককে গ্রেপ্তার করে কল্যাণপুরে নিয়ে আসে। বলাই যায় এত মাস পর পুলিশ একটি বড় সাফল্য পেল।