শেষদিনে বোলিংয়ে দেখা যায়নি রবিনসনকে

অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। পিঠের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার ওলি রবিনসন। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ওয়ার্ম-আপের তৃতীয় সকালে ফিল্ডিংয়ের সময় চোট পান ২৮ বছর বয়সী এই তারকা।

শুক্রবার চতুর্থ ও শেষদিনে বোলিংয়ে দেখা যায়নি রবিনসনকে। মঙ্গলবার (৮ জানুয়ারি) অ্যান্টিগায় হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টেও তাকে পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড।

রবিনসনের জায়গা ইংলিশদের ১২ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব মাহমুদ। প্রথম টেস্টে ইংলিশদের পেস আক্রমণে দেখা যেতে পারে মার্ক উড, ক্রিস ওকস ও ক্রেইগ ওভারটনকে।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, বেন ফোকস (উইকেটরক্ষক), ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *