অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফেরান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। আর শেষ মুহূর্তের গোলে নিশ্চিত করে জয়।
এলচের বিপক্ষে তাদের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। সেই সঙ্গে চলতি মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে জাভির দল। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে বার্সা পিছিয়ে আছে ১৫ পয়েন্ট।
কাতালান জায়ান্টদের ঘাড়ে নিশ্বাস ফেলতে অ্যাতলেতিকো মাদ্রিদ। হোয়াও ফেলিক্সের জোড়া গোলে রিয়াল বেতিসকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে চ্যাম্পিয়নরা। তবে বার্সার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছ দিয়েগো সিমিওনের দল।
দ্বিতীয়ার্ধে গাভিকে তুলে তোরেসকে মাঠে নামান জাভি। তার ফল পেতেও বেশিক্ষণ সময় লাগেনি। জর্দি আলবার অ্যাসিস্টে ৬০তম মিনিটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা। বার্সার হয়ে তোরেসের এটি তৃতীয় গোল। জানুয়ারিতে ক্যাম্প ন্যুয়ে আসার পর লা লিগায় প্রথম গোলের দেখা পেলেন তিনি। এর আগে প্রথমার্ধের ৪৪তম মিনিটে গোল হজম করে বার্সা।
সমতায় ফেরার পর আক্রমণেও ধার বাড়ায় জাভির দল। শেষ মুহূর্তে পায় জয়সূচক গোলের দেখাও। এলচের আন্তনিও বারাগানের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৪তম মিনিটে স্পট-কিক থেকে বল জালে পাঠান পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের পরিবর্তে মাঠে নামা মেমফিস ডিপাই।
দ্বিতীয় গোল হজমের ৪ মিনিট পর ১০ জনের দল হয়ে পড়ে এলচে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হাভিয়ের পাস্তোর। এরপর শেষদিকে আরও দুইবার পেনাল্টির আবেদন জানায় বার্সা। তবে তাতে সাড়া দেননি রেফারি।