রাণীরপুকুর ও ডিমসাগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানলেন নগর সৌন্দর্যায়নে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।।জলাশয়গুলির সংস্কার ও অত্যাধুনিকীকরণের মধ্য দিয়ে নগর সৌন্দর্যায়নে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে। সরকার মানেই জনগণ- এই ভাবনা থেকে এই পরিকাঠামোগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।

আজ আগরতলা স্মার্ট সিটি মিশনের অন্তর্গত রাণীরপুকুর ও ডিমসাগরের (দ্বিতীয় অংশ) উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ এই দুটি জলাশয় উন্নয়ন প্রকল্পের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের দিকগুলি পরিদর্শন করেন।

রাণীরপুকুর ও ডিমসাগরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলা পুরনিগম এলাকার ৩৫টি জলাশয়কে চিহ্নিত করে আগরতলা শহরের সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দুটি জলাশয়কে কেন্দ্র করে প্রাত:ভ্রমণ সহ এখানে বসে সময় অতিবাহিত করার ব্যবস্থা রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ দেহ ও মননের ক্ষেত্রে হাঁটা বা শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। এই জলাশয়গুলিতে বোটিং সহ আরও অত্যাধুনিক পরিকাঠামো সংযোজনের মাধ্যমে কি করে রোজগারের সুযোগ সৃষ্টি করা যায় সে বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে এই পরিকাঠামো উন্নয়নকে স্থায়িত্ব প্রদানে স্থানীয় মানুষদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

মুখ্যমন্ত্রী এ সমস্ত জায়গায় অসামাজিক কার্যকলাপ যেন কোনওভাবেই সংগঠিত হতে না পারে সেদিকে নজর রাখার জন্য আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যব্যাপী উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি জনগণের সহযোগিতামূলক মানসিকতার ফলশ্রুতিতে বিকাশমূলক কর্মকান্ডে গতি এসেছে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যে নগর সৌন্দর্যায়ন ও অত্যাধুনিকীকরণে বিভিন্ন পরিকল্পনা রূপায়িত হচ্ছে।

শহরের বিভিন্ন স্থানে পানীয়জলের ব্যবস্থা, পাবলিক টয়লেট, কমিউনিটি টয়লেট সহ স্বচ্ছতামূলক ক্ষেত্রেও অগ্রগতি ঘটেছে। মুখ্যমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলশ্রুতিতে আগরতলাকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে। এয়ারপোর্ট থেকে সড়ক প্রশস্তকরণের কার্যধারা আগরতলার উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ দাস বলেন, রাজ্যব্যাপী উন্নয়নমূলক কর্মযজ্ঞের সুফল বড়জলা বিধানসভা অঞ্চলেও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের সিইও শৈলেশ কুমার যাদব বলেন, বিভিন্ন জলাশয়গুলির সংস্কার, সৌন্দর্যায়ন, পার্ক সংস্কার, স্বচ্ছতা, সবুজায়ন সহ আগরতলা শহরের নাগরিক পরিষেবার উন্নয়নে দ্রুততার সঙ্গে কাজ চলছে।

অনুষ্ঠান দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র-ইন-কাউন্সিল জগদীশ দাস, কাউন্সিলার সুপর্ণা দেবনাথ, কাউন্সিলার ভাস্বতী দেববর্মা, নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *