স্টাফ রিপোর্টার, কদমতলা, ৭ মার্চ।। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়ে চলেছে। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার প্রেমতলা এলাকায় পুত্র সন্তান ভূমিষ্ঠ করতে না পারার অজুহাতে স্ত্রীকে অসহনীয় নির্যাতন শুরু করেছে স্বামী।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নির্যাতিতা স্ত্রী শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানা এলাকার প্রেম তলার বাসিন্দা সমির মালাকার এর স্ত্রী মঞ্জু মালাকার কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছেন। কেন ওই গৃহবধূ পুত্র সন্তান ভূমিষ্ঠ করতে পারেননি সেই অজুহাতে তা আমি সমীর মালাকার স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন শুরু করে।
নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ মঞ্জু মালাকার কদমতলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিতভাবে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত অভিযুক্ত সমীর মালাকারকে গ্রেপ্তারের সংবাদ নেই। স্থানীয় সূত্রে জানা যায় সমিরন মালাকার নামে ওই ব্যক্তি প্রতিনিয়ত আকন্ঠ মদ্যপান করে এসে স্ত্রীর উপর এ ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে বিশ্রামগঞ্জ থানা এলাকার রাস্তার মাথা এলাকায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আক্রান্ত স্ত্রী থানার দ্বারস্থ হয়েছেন। নির্যাতিতা মহিলার নাম মিতালী দেবনাথ। অভিযুক্ত স্বামীর নাম দুলাল দেবনাথ। নির্যাতিতা গৃহবধূ মিতালী দেবনাথ অভিযোগ করেছেন তার স্বামী বিয়ের পর থেকেই তার ওপর নানা অজুহাতে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
সোমবার সেই নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে। নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোলের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে থানায় এসে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নির্যাতিত গৃহবধূ।