স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন অভয়নগরের শঙ্কর দেবনাথ এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি ঘর ভস্মীভূত হয়ে গেছে।
ঘটনার বিবরণে জানা যায় বাড়ির মালিক শঙ্কর দেবনাথ ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর মোমবাতি থেকে আগুন ঘরের কাপড়চোপড়ে ধরে যায়। সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে স্থানীয় লোকজন রা বের হয়ে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
পরিস্থিতি বেগতিক দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল এর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে গেছে ঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের কর্তার অসাবধানতার কারণেই মোমবাতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।