অনলাইন ডেস্ক, ৭ মার্চ ।। অলিভিয়ের জিরুর একমাত্র গোলে নাপোলিকে তাদেরই মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে স্তেফানো পিওলির দল।
সেই সঙ্গে সিরি’আর চলতি মৌসুমেও নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে টপকে শীর্ষে উঠে এলো মিলান। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলে মিলানের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেরাজ্জুরিরা। ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি।
মিলানকে হারাতে পারলে শীর্ষে উঠে যেতো লুসিয়ানো স্পেলেত্তির শিষ্যরাই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে বসে নাপোলি। দাভিদ কালাব্রিয়ার ক্রসে ৪৯তম মিনিটে মিলানকে এগিয়ে দেন জিরু।
এর আগেও গোল করে রোজোনেরিদের গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। গত মাসে মিলান ডার্বিতে জিরুর গোলে ইন্টারকে ২-১ ব্যবধানে হারিয়েছিল মিলান।
লিগের আরেক ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস। ঘরের মাঠ তুরিনে আলভারো মোরাতার একমাত্র গোলে স্পেজিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
এই নিয়ে সিরি’আয় টানা ১৪ ম্যাচ অপরাজিত জুভরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে চলতি মৌসুমের দৌড়ে যা সর্বোচ্চ। সেই সঙ্গে লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থান ধরে রেখেছে তুরিনের বুড়ি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩।