পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ছুরি চালিয়ে যুবককে হত্যা ধর্মনগরে

 

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৭ মার্চ।। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ছুরিকাঘাতে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম জুয়েল আহমেদ।অভিযুক্ত তিন হত্যাকারি বর্তমানে পলাতক।থানায় হত্যার মামলা রুজু।ঘটনা ধর্মনগর থানাধীন ভাগ্যপুর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়,গত পাঁচ মার্চ শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর জেলার ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের সোনারুবাসা বনবাড়ি এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ(১৮) পিতা মৃত আব্বাস আলী বাড়ির পাশে একটি কাল্ভার্টে বসা অবস্হায় ছিল।তখন একই গ্রামের রাহুল মিয়ার কাছে জুয়েলের চার হাজার পাওনা টাকা ফেরত চায়।পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার রুপ নেয়। তাদের বাকবিতণ্ডা দেখে ছুঁটে আসেন রাহুল মিয়ার পিতা গয়াছ মিয়া ও তার আত্মীয় আমির মিয়া। তারা অকুস্থলে এসে জুয়েল আহমেদকে বেধরক ভাবে পেঠায় বলে অভিযোগ।

এমনকি একটা সময় রাহুল মিয়া জুয়েল আহমেদের পেটে ধারালো ছুরি ঢুকিয়ে চম্পট দেয় বলেও অভিযোগ। ততক্ষণে জুয়েলের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসেন। তারপর আহত অবস্থায় জুয়েলকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদিন রাতেই বহিঃ রাজ্য শিলচর রেফার করেন।

পরিবারের লোকজন তাকে শিলচর নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রবিবার সকাল এগারোটা নাগাদ জীবন যুদ্ধে হেরে যায় জুয়েল। তারপর পরিবারের লোকজন মৃতদেহ ভাগ্যপুরের নিজ বাড়িতে নিয়ে এসে সোমবার সকালে শেষকৃত্য সম্পন্ন করেন। এদিকে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় প্রধান অভিযুক্ত রাহুল মিয়া,গয়াছ মিয়া ও আমির মিয়ার নামে হত্যার অভিযোগ এনে একটি হত্যার মামলা রুজু করেছে মৃত যুবকের পরিবার।

ধর্মনগর থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ড বিধির ৩৪১/৩০২/৩৪ ধারায় ৩৭ নম্বরের একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।পুলিশের বিশ্বস্ত সূত্রে জানা যায়,বর্তমানে অভিযুক্ত তিন হত্যাকারী পলাতক।তবে এখন দেখার বিষয় স্বজন হারা পরিবারটি পুলিশি তদন্তে কতটুকু ন্যায় বিচার পায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *