পানিসাগর থানায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পুলিশ কর্মীর

স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৭ মার্চ।। কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মর্মান্তিক এই ঘটনায় সমস্ত উত্তর জেলা জুড়ে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর জেলার পানিসাগর থানায় কর্তব্যরত পুলিশ কর্মী বিধু নাথ গত রবিবার রাত বারোটা থেকে নিজের সেন্টি ডিউটিতে যোগ দেয়। হঠাৎ রাত দুটা পনেরো মিনিট নাগাদ সে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে।

ঘটনা প্রত্যক্ষ করে সহকর্মীরা এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখে তড়িঘড়ি অনান্য পুলিশকর্মীদের খবর দেন। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। তারপর গুরুতর অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।

অন্যত্র যাবার জন্য প্রস্তুতির ভেতরেই রাত চারটা নাগাদ পুলিশ কর্মী বিধু নাথ মৃত্যুর কোলে ঢলে পড়েন।মুহুর্তের মধ্যে তার এই অকাল মৃত্যুর খবর পুলিশ মহলে ছড়িয়ে পড়তেই গোটা জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।সোমবার সকালে কদমতলাস্থিত তার নিজ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ। ছুটে আসেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।

পরবর্তীতে তাকে যথাযথ মর্যাদার পর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা যায় পরিবার সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য ২২/০২/২০০৭ ইং তারিখে বিধু নাথ ত্রিপুরা পুলিশে যোগ দেন।মাত্র আটত্রিশ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।রেখে গেছেন স্ত্রী,এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণমুগ্ধদের।

অপরদিকে একমাত্র উপার্জনকারী পুলিশ কর্মীর মৃত্যুতে গোটা পরিবারে আকাশ ভেঙে পড়েছে।তাই পরিবার সহ স্হানীয় জনগণের দাবি রাজ্য সরকার মৃত পুলিশ কর্মীর পরিবারের প্রতি একটু সহনশীল হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *