স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ মার্চ।। বিশালগড় নিউমার্কেটে শনিবার সকাল আটটা নাগাদ ব্যবসায়ীরা নেশা সামগ্রীসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছেন। আটক যুবককে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার কাছ থেকে কিছু নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বিশালগড়-র ব্যবসায়ীরা জানিয়েছেন, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় নেশাখোর এবং নেশা কারবারিদের রমরমা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। এর ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। পুলিশকে এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।