স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ মার্চ।। গোমতী জেলার উদয়পুরের বেলতলী বাজারে গতকাল রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্নভাবে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, রাতে হঠাৎ স্থানীয় লোকজন দোকানে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেন।
আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজনরা বের হয়ে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি দোকান পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে দোকানের মালিকরা দাবি করেছেন। রাধা কিশোর পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানির আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।