স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ মার্চ।। শ্রমিক স্বার্থ সম্পর্কিত সরকারি সুযোগ সুবিধাগুলি শ্রমিকদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আজ উদয়পুর রাজারবাগ মোটরস্ট্যান্ডে আয়োজিত সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, শ্রমিকরা যাতে কোনো ধরণের অসুবিধার সম্মুখীন না হন সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে চলেছে রাজ্য সরকার। শ্রমিকদের আর্থিক সমৃদ্ধির জন্য ও রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এখন শ্রমিকরা খুব কম সময়ে পারমিট পেয়ে যাচ্ছেন। শতকরা ৯০ শতাংশ রিক্সা চালকদের ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সারা রাজ্যে গত চার বছরে ১২ হাজার ১৯৮টি অটো গাড়ির পারমিট দেওয়া হয়েছে। যা গড় করলে দাঁড়ায় প্রতিবছর ৩২৫০টি। আগের সরকারের সময় এই সংখ্যাটা ছিল প্রতি বছর গড়ে ১ হাজার ১৬টি। অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী আরও বলেন, গোমতী জেলায় গত চার বছরে ১ হাজার ৮৪৭ জনকে অটো রিক্সার পারমিট দেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের সমর্থ অংশের জনগণের আর্থিক প্রবৃদ্ধির জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, স্বসহায়ক দল গঠন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ ইত্যাদি এবিষয়ে উল্লেখযোগ্য।
এছাড়া কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকারের নিয়ম কানুন মেনে চললেই দুর্ঘটনা কমে যাবে। তাই তিনি সমস্ত গাড়ির চালকদের সরকারের নিয়ম কানুন মেনে গাড়ি চালানোর জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের সামাজিক নায় ও ক্ষমতায়ণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করলেই দুর্ঘটনার হাত থেকে আমারা নিজেও বাঁচবো পথচারীকেও বাঁচাতে পারবো।
মোটর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পড়ে চালানোর জন্য পরামর্শ দেন। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলের জীবনযাত্রা মানোন্নয়নের জন্য কাজ করে চলেছেন। অযথা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় না গিয়ে সরকারি নিয়ম কানুন মেনে গাড়ি চালানোর জন্য পরামর্শ দেন। জনসচেতনতা গড়ে তোলার জন্যই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সমাজসেবক গৌতম দাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআইডিসি’এর চেয়ারম্যান টিংকু রায়, সমাজসেবক অভিষেক দেবরায়, গোমতী জেলা প্রশাসনের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবহণ আধিকারিক সুমিত্রা দেবনাথ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। উল্লেখ্য, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা ৭০টি অটো রিক্সা পারমিট বিতরণ করেন।