রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মার্চ।। রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলি তুলে ধরেন।

তথ্যমন্ত্রী জানান, উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের সাধারন ডিগ্রী কলেজগুলির ২০টি প্রিন্সিপাল পদ পূরণ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি টিপিএসসি’র মাধ্যমে পূরণ করা হবে।

তিনি জানান, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ১৫০টি জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাকটার পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের টিসার্চ এডুকেশন ইনস্টিটিউটে এমএড কোর্সে পঠন পাঠনের জন্য ১০টি পদ সৃষ্টি করে তা পুরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে ৬টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ২টি অ্যাসোসিয়েট প্রফেসর ও ২টি প্রফেসরের পদ।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আরও জানান, শিক্ষাদপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য ৪টি প্রিন্সিপালের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তথ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার আমবাসাতে শীঘ্রই ফরেনসিক ল্যাবরোটরি চালু করা হবে।

আজ মন্ত্রিসভার বৈঠকে এই ল্যাবরোটরির জন্য ৪টি টেকনিক্যাল পদ সৃষ্টি করে তা পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্টেনোগ্রাফার সার্ভিসের সংশোধনও করা হয়েছে। এই সংশোধনীর ফলে এখন থেকে স্টেনোগ্রাফার সার্ভিসের ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজী ও জেনারেল স্টাডিজের পাশাপাশি ৪০ নম্বরের শর্টহ্যান্ড বিষয়ও পরীক্ষায় থাকবে।

আগে স্টেনোগ্রাফার সার্ভিসের পরীক্ষায় ইংরেজী ও জেনারেল স্টাডিজের বিষয়ে পরীক্ষা নেওয়া হত। এখন থেকে স্টেনোগ্রাফার সার্ভিসের পরীক্ষায় ৩০ নম্বর থাকবে ইংরেজীর জন্য, ৩০ নম্বর জেনারেল স্টাডিজের জন্য এবং শর্টহ্যান্ডের জন্য থাকবে ৪০ নম্বর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *