অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। পিতামহ ফুটবল ঈশ্বর। বাবাও কম যান না। আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফরোয়ার্ড তো বটে, খেলেছেন অ্যাতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও।
একেবারে ফুটবল পরিবার থেকে এসেছে বেনিয়ামিন আগুয়েরো। ‘আগুয়েরো’ নাম শুনে ইতোমধ্যে নিশ্চয় বুঝে গেছেন, কার ছেলে এই ১৩ বছরের বালক?
পিতামহ দিয়েগো ম্যারাডোনা ও বাবা সার্জিও আগুয়েরোর পদাঙ্ক অনুসরণ করে চলেছে বেনিয়ামিনও। পেশাদারি ফুটবলার হওয়ার পথে সামনে পা বাড়িয়েছে এই কিশোর। অনুসরণ শুরু করে দিয়েছে আর্জেন্টাইন ক্লাব তাইগ্রের হয়ে।
ছেলের অনুশীলনের খবর নিজেই দিয়েছেন আগুয়েরো। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, ‘বেনিয়ামিন তাইগ্রে’তে গিয়েছিল কারণ তার বন্ধু যাচ্ছে। গত সপ্তাহে সে চেষ্টা করতে গিয়েছিল এবং সে আমাকে বলল, বাবা আমি থাকছি।’
ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার ছেলে বেনিয়ামিন। তার বাবা আগুয়েরো। হৃদরোগের শঙ্কা থাকায় গত বছর বার্সেলোনার সঙ্গে আগেভাগে চুক্তি করে ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেন তিনি।