অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে শেন ওয়ার্নের। অন্যদিকে দেশটির ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এই স্পিন জাদুকরের নামে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সেই বিখ্যাত স্ট্যান্ডের নাম রাখার।
ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে কেবল অস্ট্রেলিয়া নয়, ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার ৫২ বছর বয়সে থাইল্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সন্দেহ করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত মারা যান সর্বকালের সেরা এই লেগ-স্পিনার।
কিংবদন্তি ক্রিকেটারকে শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী মরিসন সিদ্ধান্ত নিয়েছেন তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার। তিনি জানান, ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে তারা হতভম্ব ও বিমর্ষ। সাবেক এই অজি স্পিনারের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করছে ফেডারেল ও ভিক্টোরিয়ান সরকার।
‘সর্বকালের সেরা এই ক্রিকেটারকে’ শেষ বিদায় জানাতে তাদের সঙ্গে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও তার পরিবার। ওয়ার্নের পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ওয়ার্নের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এক বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়ার পর্যটন ও ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা। তিনি জানান, এমসিজির দক্ষিণের স্ট্যান্ডের নাম করা হবে ওয়ার্নের নামে। প্রিমিয়ার অব ভিক্টোরিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস, এমসিসি ট্রাস্ট চেয়ারম্যান স্টিভ ব্রেকস ও এমসিসি সিইও স্টুয়ার্ট ফক্সের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট ওয়ার্নের। এমসিজিতে প্রথম বোলার হিসেবে লাল বলের ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি। এই মাঠে অ্যাশেজ হ্যাটট্রিকও আছে তার। শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে আগেই এমসিজির বাইরে তার একটা মূর্তি নির্মাণ করা হয়।
ওয়ার্নের মৃত্যুর পর শ্রদ্ধা জানাতে সেই মূর্তির সামনে ফুল, ক্রিকেট বল, বিয়ার, পাই, সিগারেট রেখে আসেন তার ভক্তরা। কেবল ক্রিকেট মাঠে নয়, এই ক্রিকেট কিংবদন্তির লাইফস্টাইলও ছিল আগুনের উজ্জ্বল শিখার মতো।